
সোমবার ০৫ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক তাদের বেশ কয়েকটি পরিবর্তন করল। তারা হোম লোন, কার লোন, পার্সোনাল লোন এবং এডুকেশন লোনের নতুন সুদের হার ধার্য করেছে। ১০ ফেব্রুয়ারি থেকে এই নতুন সুদের হার কার্যকর হয়ে যাবে।
যাতে সকলে এখান থেকে অনেক বেশি হোম লোন নিতে পারেন তাই তারা হোম লোনে সুদের হার করেছে ৮.১৫ শতাংশ। পাশাপাশি থাকছে জিরো প্রসেসিং ফি। ৩১ মার্চ ২০২৫ পর্যন্ত এই সুদের হার চালু থাকবে বলে জানা গিয়েছে। পিএনডি ডিজি হোম লোন থেকে গ্রাহকরা ৫ কোটি টাকা পর্যন্ত হোন লোন নিতে পারেন।
পিএনবি কার লোনে সুদের হার শুরু হবে ৮.৫০ শতাংশ থেকে। ফলে এখানে মাসে টাকা গুনতে হবে ১২৪০ টাকার কম। এই টাকা প্রতি লাখে হিসাব করা হবে। কার লোন থাকছে নতুন গাড়ি এবং পুরনো গাড়ি কেনার ক্ষেত্রেও। পিএনবি ডিজি কার লোন আপনি নিতে পারেন ২০ লক্ষ টাকা পর্যন্ত।
পিএনবি পার্সোনাল লোন আপনি পেতে পারেন ২০ লক্ষ টাকা পর্যন্ত। এখানে সুদের হার শুরু হবে ১১.২৫ শতাংশ থেকে।
দেশের প্রধান সারির ব্যাঙ্কগুলির মধ্যে অন্যতম হল পিএনবি। তাই মাঝে মাঝেই তারা নিজেদের সুদের হার পরিবর্তন করতে থাকে। সেখান থেকে দেখতে হলে যদি এই সুদের হারগুলি জানা থাকে তাহলে সেখানে হিসাব করে নিজের টাকা বিনিয়োগ করতে পারেন। প্রতিটি লোনের ক্ষেত্রে সুদের হার বিভিন্ন হতে পারে। তবে যদি সবকটি জানা থাকে তাহলে সেইমতো সেখানে নিজের কাজ করতে পারেন।
কিছুদিন আগেই ঘোষিত হয়েছে কেন্দ্রীয় বাজেট। সেখানে ব্যাঙ্কিং সেক্টরকে বাড়তি দায়িত্ব নেওয়ার কথা জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। সেইমতো দেশের প্রধান সারির ব্যাঙ্কগুলি নিজের সুদের হার পরিবর্তন করবে সেটাই স্বাভাবিক। তবে যদি গোটা বিষয়টি আপনার জানা থাকে তাহলে সেখান থেকে নিজের লাভের টাকা বা লোন করলে কত টাকা আপনাকে দিতে হবে সেই ধারণাটি স্পষ্ট হয়ে যাবে।
ডিজিটাল সোনা কিনলে অতিরিক্ত মুনাফা, জানুন কী কী লাভ? কিনার পদ্ধতি...
এপ্রিল মাসে জিএসটি আদায়ে নতুন রেকর্ড, কোন রাজ্যে কত শতাংশ জেনে নিন এখনই
ইউপিআই লেনদেন এবার আরও সহজ, ১৬ জুন থেকে কী বদল? জেনে নিন
৫০ বছর বয়সেই নিতে পারেন অবসর, কোথায় বিনিয়োগ করবেন দেখে নিন এখনই
সুদের হারে বড় বদল, ফিক্সড ডিপোজিটে বিনিয়োগের আগে দেখে নিন নতুন হিসেব
আরও সোনা মজুত করছে আরবিআই, কারণ জানলে আকাশ থেকে পড়বেন
‘শিগগিরই আসছি তোমার কাছে…’ ইরফানের মৃত্যুবার্ষিকীতে বাবিলের হৃদয়মথিত কবিতা, পড়ে চোখ ভিজল নেটপাড়ার
ফের কর্মী ছাঁটাই করল ইনফোসিস, কী কারণ দেখাল এই প্রতিষ্ঠান
সোনার দাম আর বাড়বে না! কী বলছেন বিশেষজ্ঞরা